Welcome to Brahmanbaria Medical College
ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের এমবিবিএস ১২তম ব্যাচের শিক্ষার্থীদের গত মঙ্গলবার (১৭ জুন ২০২৫) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কলেজের ২য় বর্ষের শিক্ষার্থীরা নবাগত দেশি-বিদেশি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।
গত ১৭ জুন সারা দেশে সরকারি ও বেসরকারি সব মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয়ভাবে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি অনলাইনে যোগ দেন।
এ অনুষ্ঠান শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকিউর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাইমুম সাইরাস।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকিউর রহমান এবং একাডেমিক পাঠ্যসূচি সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন মেডিকেল কলেজের ফেজ ১ এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ফেজ কো-অর্ডিনেটর। নবীনবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকেরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন। এরপর শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।নবীন বরণ অনুষ্ঠান শেষে নবীন শিক্ষর্থীদের নিয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষ রুপন কর্মসূচীর আয়োজন করা হয়।
Brahmanbaria Medical College © 2025, All Rights Reserved.
Made with ❤️ by ScriptCanvas