Welcome to Brahmanbaria Medical College
single

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত ১০০ শয্যা-কিংবদন্তি চিকিৎসক ডাঃ মোঃ আবু সাঈদ

রাহ্মণবাড়িয়া দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের আইসোলেশন এর জন্য জেলার বক্ষব্যাধি হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে। গত সপ্তাহে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির আলোচনা সভায় আইসোলেশন রোগীদের বিকল্প চিকিৎসা কেন্দ্র হিসেবে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল কে নির্ধারণ করা হয়।এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান কিংবদন্তি চিকিৎসক ডাঃ মোঃ আবু সাঈদ জানান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ১০০ রোগিদের আইসোলেশন বা করোনা রোগের চিকিৎসা দিতে তাদের প্রয়োজনীয় জনবলও অবকাঠামো রয়েছে। সরকার চাইলে, ব্রাহ্মণবাড়িয়া বাসীর জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম চালিয়ে যাবে বলে ডাঃ মোঃ আবু সাঈদ জানান। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট কে আইসোলেশন-২ সেন্ট্রার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করেন জেলা কমিটি