Welcome to Brahmanbaria Medical College
single

৪০০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল জেলাবাসীর সেবার জন্যই- ডাঃ মোঃ আবু সাঈদ

ব্রাহ্মণবাড়িয়ার মেডিকেল কলেজের প্রতিষ্টাতা চেয়ারম্যান, আধুনিক চিকিৎসা সেবার কিংবদন্তী ব্যক্ত্বিত্ব ডাঃ মোঃ আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল জেলাবাসীর কল্যাণ ও সেবার জন্য প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। উল্লেখ্য , করোনা ভাইরাস এর সংকটময় সময়ে সারাদেশের অংশ হিসেবে সরকার  ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের পাশাপাশি ৪০০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালকে সদর হাসপাতালের সেবা কার্যক্রম স্থানান্তরের প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। এদিকে এ নিয়ে বিভিন্ন মহলে মতৈক্য সৃস্টি হলে এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডাঃ মোঃ আবু সাঈদ জানান,ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া বাসীর সেবা কল্যাণে প্রতিষ্ঠিত আর তাদের জন্যই কাজ করে যাবে।সরকার চাইলে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাসের চিকিৎসা কেন্দ্র করতে পারে। ইতোমধ্যে উক্ত মেডিকেল কলেজে করোনার জন্য ১৬ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার প্রস্তুত করা হয়েছে।হাসপাতালেই রোগীর চিকিৎসা হয়, সরকার যা ভাল মনে করবেন তাই করবেন আমাদের সকল প্রকার চিকিৎসার প্রস্তুতি রয়েছে।এ নিয়ে জনমনে কোন বিভ্রান্তি বা মতানৈক্য তৈরী করা সমীচীন নয় যা থেকে আতংক তৈরী হয়। এই ব্যাপারে তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস রোধে ব্রাহ্মণবাড়িয়াবাসী সক্ষম হবে। সকলকেেে প্রয়োজন ব্যতীত‌ ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ করেনে।এদিকে ডাঃ মোঃ আবু সাঈদের এই সেবামনস্কতাকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল।